তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ,ঘাটাল: ৩১ মার্চের (২০২২) মধ্যে প্যানের সঙ্গে আধার লিঙ্ক [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] করিয়ে নিন। না করিয়ে নিলে ১ এপ্রিল থেকে তা আর কার্যকরী থাকবে না। শুধু তাই নয়, ১০০০ টাকা জরিমানাও ধার্য করা হবে। আপনি নিজেও লিঙ্ক করিয়ে নিতে পারবেন। ‘https://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar’এই লিঙ্কে গিয়ে প্রথমে চেক করে নিন প্যানের সঙ্গে আধার লিঙ্ক করানো আছে কিনা। যদি না থাকে তাহলে ‘https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar’ লিঙ্কে ক্লিক করে নিজেই আধার লিঙ্ক করিয়ে নিতে পারবেন। কিম্বা 56677 এই নম্বরে এসএমএস করে লিঙ্ক করিয়ে নিতে পারবেন। UIDPAN <space> <Your 12 digit AADHAAR> <space><Your 10 digit PAN>
•উদাহরণ: UIDPAN 235654627820 AKTCN1256L টাইপ করে 56677 নম্বরে SMS করে দিতে হবে।
♦অনেক সময় ফোনকে লম্বা করে ধরলে ক্যাপচা কোড নেয় না। সেক্ষেত্রে ফোনটার ওরিয়ন্টেশন চেঞ্জ করে আড়াআড়ি করে নিয়ে ক্যাপচা কোড দিতে হবে।