এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে আধারকার্ডের নামে প্রতারণার অভিযোগে মনশুকা থেকে ধৃত ২

Published on: July 17, 2021 । 8:34 PM

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালে ভুয়ো আধার ক্যাম্প করে হাজার হাজার টাকা তোলার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হল দুই প্রতারক। আজ ১৭ জুলাই ঘাটাল থানার গঙ্গাপ্রসাদ এলাকায় এই দুই প্রতারককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন জায়গায় ভুয়ো ক্যাম্প করে আধারকার্ড তৈরি বা সরকারি বিভিন্ন কাজ করে দেবার নামে লোকের কাছ থেকে টাকা নিচ্ছিল অজবনগরের যুবক শম্ভু সিং এবং তার এক সাগরেদ হুগলির সাহেব রায়। কিন্তু সময়ে আধারকার্ড নাম পাওয়ায় বা সেই কাজগুলি না হওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। আজ সকাল ১০টা নাগাদ মনসুকার গঙ্গাপ্রসাদ এলাকায় এই দুই প্রতারককে দেখতে পেয়ে তাদের আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। খবর দেওয়া হয় ঘাটাল থানার পুলিশকে। পুলিশ গিয়ে ওই দুই প্রতারককে থানায় তুলে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশের কাছে ধৃতদের মধ্যে একজন কার্যত স্বীকার করে নেয় যে তারা মানুষকে ঠকিয়েছে। গ্রামবাসীরা জানায়, কয়েকমাস আগেও মনসুকার খড়কপুরে ক্যাম্প করে প্রায় চারশো মানুষের কাছ থেকে টাকা নিয়ে গা ঢাকা দিয়েছিল এই দুই ব্যক্তি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।