আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ 26 শে জুন শনিবার সকালে ঘাটাল-মাংরুল রাস্তার গোবিন্দপুর জোড়াপুলের সামনে পথ দুর্ঘটনা গুরুতর আহত ৭২ বছরের এক বৃদ্ধ। তিনি এখন ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ধনঞ্জয় সর্দার নামে চন্দ্রকোনার এই বৃদ্ধ সাইকেল নিয়ে যাচ্ছিলেন। গোবিন্দপুর জোড়াপুলের সামনে হঠাৎ একটি পিক আপ ভ্যানের সাথে ধাক্কা লাগে তাঁর। অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গাড়ীর চালক ভোলা ধককে আটক করেছে ঘাটাল থানার পুলিশ।