মনসারাম কর ও কুমারেশ চানক : ঘাটাল মাংরুল রাস্তায় বরদা চৌকান সংলগ্ন বিএড কলেজের সামনে একটি পেট্রোল ট্যাংকার ধাক্কা মারে রাস্তার পুলে। ফলে পুলের ওই অংশ ভেঙে গুঁড়িয়ে যায় এবং গাড়িটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। জানা গেছে ট্যাংকারটি বর্ধমান থেকে এই রাস্তায় হলদিয়া যাওয়ার সময় ভোর সাড়ে ৪ টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এই ঘটনায় কোন পথচারীর ক্ষতি হয়নি। গাড়ির চালক অন্য গাড়িতে পাস দিতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে সাফাই দিয়েছেন। ঘটনার ফলে রাস্তার এক পাশ অবরুদ্ধ হয়ে রয়েছে। প্রসঙ্গত, আগেও বেশ কয়েকবার এই ধরনের দুর্ঘটনা এই পুলটিতে ঘটেছে। বরদার চৌকন থেকে মাংরুল যাওয়ার এই কম যানজটপূর্ণ রাস্তাটিতে দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলেই এই ধরনের দুর্ঘটনা এখানে বারেবারে ঘটে বলেই স্থানীয়দের ধারণা। ছবি পাঠিয়েছেন দন্দিপুরের সোমনাথ দত্ত।