এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দুর্ঘটনা: বাঁশ বোঝাই ট্রাক্টর গিয়ে পড়ল ধান জমিতে, জখম

Published on: February 22, 2020 । 12:15 PM

কুমারেশ চানক: বাঁশ বোঝাই ট্রাক্টর মেন রাস্তা থেকে গিয়ে পড়ল ধান জমিতে। আজ ২২ ফেরুয়ারি ঘটনাটি ঘটেছে ঘাটাল মাংরুল রাস্তার বেউড় গ্রামে। ঘটনায় গুরুতর জখম ট্রাকে থাকা এক ব্যাক্তি। তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িতে অতিরিক্ত বাঁশ লোড করা হয়েছিল। তবে গাড়ির চালক মদ্যপ থাকারও অভিযোগ উঠেছে। যদিও ট্রাক মালিকের পক্ষ থেকে এক ব্যাক্তি জানান সামনে কুকুর চলে আসার জন্যই এই দুর্ঘটনা। ট্রাকটি তোলার চেষ্টা চলছে। এই খবরের ছবি পাঠিয়েছেন বেউড়গ্রমের নির্মল ভুঁইঞা ।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad