তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ক্ষীরপাই: আজ ২৯ এপ্রিল(২০২১) রাত ১১ টা নাগাদ চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়কের উপর বাঁকাতে দুর্ঘটনার কবলে দু’ই মোটরসাইকেল আরোহী। ওই দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে এবং এক জন গুরুতর জখম হয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও ভারী গাড়ি ধাক্কা মারে দুই মোটরসাইকেল আরোহীকে। ঘটনাস্থলে প্রাণ হারান ১জন, গুরুতর জখম অপর ব্যক্তিকে ক্ষীরপাই প্রাথমিক হাসপাতালে পাঠানো হয়। পুলিশ এখনও ওই দুই মোটরসাইকেল আরোহীর পরিচয় জানতে পারেনি। ঘটনাস্থলে বেশ কিছুক্ষণের জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে যায়।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন