এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের কলোড়াতে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

Published on: February 5, 2023 । 6:35 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার কলোড়ায় পথ দুর্ঘটনা, মৃত্যু হল এক বাইক চালকের। দাসপুর পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃত ওই বাইক চালকের নাম কৌশিক মণ্ডল (২৫)। ওই গ্রামেরই বাসিন্দা দুর্গাপদ মণ্ডলের পুত্র এই কৌশিক গ্রামের কলোড়া মিতালি সংঘের সদস্য। শনিবার রাতে সংঘের তরফে কলোড়া মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেই সময় বাইকে করে কোনও কাজে যাবার সময় ঘাটাল-পাঁশকুড়া সড়কের কলোড়া মোড়ে কোনও তেলের ট্যাঙ্কার কৌশিককে ধাক্কা দিয়ে পালায়। রাস্তার মধ্যেই পড়ে থাকে কৌশিকের নিথর দেহ। পরে রাত প্রায় ১০টা নাগাদ রাতে টহলরত দাসপুর পুলিশের মোবাইল ভ্যান কৌশিককে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাাঁক মৃত বলে ঘোষণা করেন। ক্লাবের সদস্যের এমন অকাল প্রয়াণে ক্লাবের সমস্ত অনুষ্ঠান সাথে সাথে বাতিল হয়। শোকের ছায়া এখন সারা গ্রামে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।