সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল-পাঁশকুড়া সড়কের দাসপুর বাজারে দুর্ঘটনার কবলে একের পর এক বাইক আর এর জেরেই দুর্ঘটনা গ্রস্থ বাইক চালক সাথে এলাকাবাসীর পথ অবরোধ। আজ রবিবারের সন্ধ্যেতে শুরু যানযট। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আজ ৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যে নাগাদ ঘাটাল-পাঁশকুড়া সড়কের এই দাসপুর বাজারে এস বি আই ব্যাঙ্কের সামনে একাধিক বাইক দুর্ঘটনার কবলে পড়তে থাকে। স্থানীয়দের পাশাপাশি দুর্ঘটনা গ্রস্থ বাইক আরোহীদের অভিযোগ, রাস্তার মাঝে পড়ে থাকা কাদা মাটিতে পিছলে বাইকগুলি দুর্ঘটনার কবলে পড়ছে আর তাতেই আহত হচ্ছেন বাইক চালক থেকে পথচারীরা। রাস্তার মাঝে কীভাবে আসছে এই কাদামাটি? স্থানীয়দেরও অভিযোগ, এলাকা ও এলাকার বাইরে চলছে পুকুর কেটে পুকুরের পাঁক বা কাদামাটি বওয়ার কাজ। সেই মাটি ট্রাক্টরে করে এই ঘাটাল-পাঁশকুড়া সড়কের মত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সড়ক দিয়েই নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ি থেকে সারা রাস্তায় ছড়িয়ে ছিটয়ে পড়ছে সেই কাদা মাটি। আর সেই মাটিতে পিছলেই একের পর এক বাইক দুর্ঘটনা। শুধুমাত্র আজ রবিবারের সন্ধ্যেতেই দুর্ঘটনার কবলে পড়ে ১০ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর। তবে এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দাসপুর থানার পুলিশ। মূলত পলিশের আশ্বাসেই অবরোধ ওঠে। এখন দেখার সাধারণ মানুষের স্বার্থে কী পদক্ষেপ নেয় প্রশাসন।
Home এই মুহূর্তে ব্রেকিং ঘাটাল-পাঁশকুড়া সড়কে একের পর এক দুর্ঘটনা, আহত কমপক্ষে ১০, দাসপুরে পথ অবরোধ