এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ফের দাসপুরে পথ দুর্ঘটনা গুরুতর জখম বাইক চালক

Published on: October 29, 2019 । 6:25 PM

নিজস্ব সংবাদদাতা: আবার পথ দুর্ঘটনা ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের বকুলতলায়। আজ ২৯ অক্টোবর সন্ধ্যায় পাঁশকুড়া অভিমুখে যাচ্ছিল মালবাহী লরিটি। বাইকের অভিমুখ ছিল দাসপুরের দিকে। বাইক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লরিকে ধাক্কা মারে। লরির সেভাবে কিছু হয়নি। আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত আজ সকালে চন্দ্রকোণার কালিকাপুরে বাইক দুর্ঘটনায় এক বাইক আরোহী গুরুতর জখম হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now