এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বরদা বিশালাক্ষীতে টোটো-বাইকের মুখোমুখি সংঘর্ষ, জখম ৫

Published on: June 10, 2022 । 4:55 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কের ঘাটাল থানার বরদা বিশালাক্ষীতে টোটোর সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]  রাস্তার ওপর উল্টে যায় টোটোটি। ঘটনায় বাইক আরোহী সহ টোটোতে থাকা চারজন সওয়ারি আহত হয়েছেন। তার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ। আহতদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

আশঙ্কাজনক অবস্থা টোটো চালক সোমনাথ পণ্ডিত, বাড়ি চন্দ্রকোণা থানার বালিনগরে। মোটর বাইক চালক হারাধন দোলই, বাড়ি ওই থানার রথীপুর এলাকায়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।