বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: সামনে থেকে আসা ট্রাক্টরের ধাক্কা মোটর বাইককে, ছিটকে পড়লেন বাইক চালক। উভয়েই ছিলেন গতিবেগে। গ্রাম্য রাস্তায় গতির লড়াইয়ে নিয়মিত প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে,অভিযোগ স্থানীয়দের। ঘটনা দাসপুর থানা এলাকার হরেকৃষ্ণপুরে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ ২৫ শে মে বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দাসপুরের হরেকৃষ্ণপুর থেকে সোনাখালি যাওয়ার রাস্তায় হরেকৃষ্ণপুর দুগ্ধ সমিতির কাছে একটি বাইকের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় বাইক আরোহী গুরুতরভাবে আহত হন, ওই বাইক আরোহীর নাম দীপঙ্কর হাইত, বাড়ি দাসপুরের সাগরপুরে। প্রত্যক্ষদর্শীরা জানান,যথেষ্ট গতিবেগে ছিল গাড়ি দুটি। সামনা সামনি ধাক্কা ছিটকে পড়ে বাইক থেকে বাইক চালক। মাথায় গুরুতর চোট বাইক চালকের। স্থানীয়রাই উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়, স্থানীয়রা ট্রাক্টর কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তায় বেসরকারি কাজের সাথে যুক্ত ট্রাক্টর গুলি বেপরোয়াভাবে চলাচল করে,যার ফলে প্রতিদিন রাস্তায় কোনো না কোনোভাবে দুর্ঘটনা ঘটতে দেখা যায়। প্রাণের ঝুঁকি নিয়ে চলতে হয় এলাকায়।