সরোজ ঘোড়ই: আজ বিকেলে ঘাটাল-ক্ষীরপাই রাস্তার বিশালাক্ষী মন্দিরের সামনে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। ওই যুবকের নাম ছোট্টু হাজরা(২৮)। ঘাটাল থানার রানিরবাজারে। ছোট্টুবাবু পেশায় লরি চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোট্টুবাবু তাঁর স্ত্রীকে চাপিয়ে বাইক নিয়ে ঘাটালের দিকে যাচ্ছিলেন সেই সময় অপর দিক থেকে আসা একটি বাসের সাথে ধাক্কার ফলে এই দুর্ঘটনা। দুর্ঘটনার পর স্থানীয় ও পুলিশের সহযোগিতায় তাঁকে ঘাটাল হাসপাতাল পাঠানো হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্ত্রী গুরুতর জখম।
এনিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পথ দুর্ঘটনা ঘাটাল মহকুমার মোট তিন জনের মৃত্যু হয়েছে। ৭ জন জখম হয়েছেন। বৃহস্পতিবার রাতে চন্দ্রকোণা-ছত্রগঞ্জ রাস্তায় বেপরোয়া ভাবে বাইক চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় বাইকটি। বাইক চালক রাজেশ দোলইয়ের(২৬) ঘটনাস্থলেই মৃত্যু হয়। জখম হন ওই বাইকে থাকা আরও দুই সওয়ারি। আজ দুপুরে ক্ষীরপাই-আরামবাগ রাস্তায় বওড়ায় টোটোর সঙ্গে লরির ধাক্কায় জয়দীপ চৌধুরী(৪৫) নামে এক টোটো চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। জখম হন চার জন।
বিকেলে ঘাটালে পথদুর্ঘটনায় মৃত যুবক: ২৪ ঘণ্টায় ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত ৩, জখম ৭





