এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দুর্ঘটনার কবলে কলকাতাগামী যাত্রীবাহী বাস

Published on: September 28, 2021 । 12:44 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দুর্ঘটনার কবলে রানিচক কলকাতাগামী যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে আজ ২৮ সেপ্টেম্বর সকাল প্রায় দশটা নাগাদ গোপিগঞ্জ সুলতাননগর সড়কের চাঁইপাট মামনি লজের সামনে।

ঘটনা সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তাটি সম্প্রসারণের কাজ চলছে প্রায় বছর খানেক ধরে। ফলে রাস্তার দু’পাশ বরাবর মাটি খুঁড়ে রাস্তাটি সম্প্রসারণ করার কাজ চলছে। যে কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে চাকা বসে যায়। আর তাতেই বাসটি পাল্টি খেতে খেতে রক্ষা পায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে যাত্রীদের বাস থেকে নামানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকেও তোলার চেষ্টা চলছে জোড়কদমে।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/