অভীক ঘোষ ও তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণায় থানার পলাশচাবড়ী এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা, রাজ্যসড়ক অবরোধ করেন এলাকাবাসীরা। আজ ২৫ সেপ্টেম্বর বিকেলবেলা তপন মণ্ডল ও তাঁর স্ত্রী চায়না মণ্ডল মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন।একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাঁদের ধাক্কা লাগে। ট্রাকের ধাক্কায় উভয়েই রাজ্য সড়কের ওপর পড়ে যান। সঙ্গে সঙ্গে চায়নাদেবীর(৩৯) মৃত্যু ঘটে। বাড়ি চন্দ্রকোণা থানার শ্রীপুরে। এরপরই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘাতক গাড়িটিকে আটকে ভাঙচুর চালানো হয়। সেইসাথেই এলাকাবাসীরা রাজ্য সড়ক অবরোধ করেন। পরে চন্দ্রকোণা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পলাশচাবড়ী-শ্রীনগর রাস্তাটির বেহাল অবস্থা। বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে রাস্তায়। আর এই বেহাল রাস্তার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে তাঁদের দাবি।