দাসপুরে লরি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, গুরুতর জখম দুই

ইন্দ্রজিৎ মিশ্র, 👆‘স্থানীয় সংবাদ’, ঘাটাল [মো:8641911627]: দাসপুর থানার বারাসত মোড়ের কাছে ধান বোঝাই করা একটি ওভারলোডের গাড়ি পালটি খেল একটি সাইকেল দোকানের উপর। কোনও রকমে প্রাণে রক্ষা পেলেন দোকানের মালিক অলোক পাল। ওই দুর্ঘটনায় জখম হয়েছেন গাড়ির চালক ও খালাসি। আজ ২৭ জুন বেলা ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি নদীয়াতে যাচ্ছিল ধান নিয়ে। গাড়িটি সরাসরি বিদ্যুতের খুঁটিকে নিয়ে মাঠে পড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাসপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com