এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বাইক দুর্ঘটনায় দাদার মর্মান্তিক পরিণতি, গুরুতর আহত ভাই

Published on: September 26, 2024 । 11:24 PM

বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: গোপীগঞ্জ-সুলতাননগর সড়কে দাসপুর(Daspur) থানার চাঁইপাট হাটতলা এলাকায় বাইক দুর্ঘটনায়(accident) মর্মান্তিক মৃত্যু(death) হল এক যুবকের। সঙ্গে থাকা আর এক আরোহী গুরুতর আহত(injured)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আর ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গোপীগঞ্জের দিক থেকে একটি বাইকে করে দু’জন সোনাখালীর দিকে যাচ্ছিলেন, সেইসময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি কংক্রিটের দেওয়ালে ধাক্কা মারলে ঘটনাস্থলে একজন মারা যান। পুলিশ(Police) জানিয়েছে, মৃত যুবকের নাম রাজু ঘোড়ই(৩৪), আহত যুবকের নাম জানা যায়নি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁইপাটের ভিলেজ পুলিশ(village police), সিভিক ভলান্টিয়ার(civic volunteer) সহ মদপুকুর ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার। ঘটনার পরপর ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মানুষজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। মৃত যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি আহত যুবককে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, তারা দু’জন সম্পর্কে দাদা-ভাই। তাদের বাড়ি দাসপুর থানার হরেকৃষ্ণপুর এলাকায়।

 

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now