এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক পথচারী

Published on: August 4, 2024 । 10:26 AM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ট্রাকের বেপরোয়া গতির শিকার হল এক পথ চলতি সাধারণ মানুষ। শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ ঘাটাল পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ মোড়ে একজন পথ চলতি মানুষকে পিষে দিয়ে চলে গেল এক বেপরোয়া ট্রাক।

জানা যাচ্ছে, ওই ব্যক্তির নাম সমীর মান্না, বাড়ি ঘাটাল শহরের ২ নম্বর ওয়ার্ড আড়গোড়া গ্রামে। পেশায় একজন স্থানীয় ব্যবসাদার তিনি, ব্যবসার কাজ গুছিয়ে বাড়ি ফেরার সময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাঁকে পিষে দিয়ে চলে যায়। পরে তাঁকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তবে ঘাতক ওই গাড়িটিকে ধরা যায়নি।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015