এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গিয়ে ধাক্কা দিল পার্কের দেওয়ালে। গুরুতর জখম ২

Published on: June 16, 2024 । 9:25 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: হঠাৎ বিকট শব্দ, স্থানীয়রা ছুটে এসে দেখেন একটি মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মেরেছে পার্কের দেওয়ালে। শনিবার রাত ১০ টা নাগাদ দাসপুর থানার গৌরা-জোতঘনশ্যাম গ্রামীণ সড়কের চকসুলতান শিশু উদ্যান পার্কের সামনে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মারুতির মধ্যে চালক সহ দুজন ছিল। দুজনকেই উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে, গৌরা থেকে আজুড়িয়ার দিকে যাওয়ার সময় চকসুলতান শিশু উদ্যান পার্কের দেওয়ালে ধাক্কা মারে ওই মারুতি। মারুতির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং গুরুতরভাবে জখম হয় চালক সহ সামনে বসে থাকা আরেকজন ব্যক্তি। জানা গিয়েছে, মারুতির চালকের নাম অনিমেষ মাইতি, বাড়ি দাসপুর থানার নবীন মানুয়া এলাকায়। পেশায় ক্যাটারিংয়ের কাজে যুক্ত। অপর দিকে গুরুতর জখম আরেকজনের নাম অনুপম রায়চৌধুরী বাড়ি দাসপুরের আজুড়িরায়।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now