সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল-পাঁশকুড়া সড়কে(Ghatal Panskura road) দাসপুর থানার বৈকুণ্ঠপুরে পথ দুর্ঘটনা।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আশঙ্কাজনক অবস্থায় এক সাইকেল আরোহীকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে(Hospital)। জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যে প্রায় সাড়ে ৬টা নাগাদ এক ধান বোঝাই লরি পাঁশকুড়ার(Panskura) দিক থেকে ঘাটালের(Ghatal) দিকে যাচ্ছিল। আর সেই সময়ই ওই সড়কে দাসপুর থানার(Daspur police station) বৈকুণ্ঠপুর বাস স্ট্যান্ডের সামনে সাইকেল নিয়ে পারাপারের সময় এক সাইকেল আরোহীকে দ্রুত গতিতে লরির ধাক্কা। একেবারে ছিটকে পড়েন ওই সাইকেল আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একেবারে আশঙ্কাজনক(dangerous) অবস্থা ছিল তাঁর। তাঁকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে(Ghatal Super Speciality Hospital) পাঠাতে এক মুহূর্ত বিলম্ব করেনি স্থানীয়রা। ধান বোঝাই ওই লরিকে চালক(driver) ও খালাসি সমেত আটক করেছে দাসপুর থানার পুলিশ(Police)। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আহত ওই সাইকেল আরোহীর নাম মণ্টু জানা, বাড়ি দাসপুর থানার ওই বৈকুন্ঠপুর গ্রামেই।