সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বৃহস্পতিবারের সকাল প্রায় সাড়ে ৮ টা নাগাদ ভয়াবহ পথ দুর্ঘটনা(accident) ঘাটাল মেদিনীপুর সড়কে(Ghatal Medinipur road) দাসপুর থানার বকুলতলা মাইতি পাড়ায়।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
দুর্ঘটনার কবলে এসবিআই ব্যঙ্কের(SBI bank) কর্মীদের প্রাইভেট কার এক সাইকেল, সাথে যাত্রী বোঝাই ঘাটাল মেদিনীপুর বাস। দ্রুত গতিতে যাত্রী নিয়ে ঘাটালের(Ghatal) দিকে যাচ্ছিল ঘাটাল মেদিনীপুর এক বাস। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁকমোড়ে ওই সড়কের বকুলতলায় মাইতি পাড়ায় রাস্তার ধারের এক নারকেল গাছ ভেঙে রাস্তার পাশের বসতবাড়ির দেওয়াল ভাঙলো ওই বাস(Bus)। যাত্রী নিয়ে বাসের গতিবেগ ঠিক কেমন ছিল আন্দাজ করাই যায়। অন্যদিকে রাস্তায় ছিল এক সাইকেল(Cycle)। ওই বাসের ধাক্কায় গুরুতর জখম(injured) ওই সাইকেল চালক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘাটালের দিক থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল এসবিআই ব্যাঙ্ক কর্মীদের এক প্রাইভেট কার(Private car)। সেই সময়ই মেদিনীপুরের দিক থেকে আসা দ্রুত গতিতে থাকা ঘাটাল মেদিনীপুর বাসটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশের নারকেল গাছ ভেঙে রাস্তার পাশের বসতবাড়ির দেওয়াল ভাঙে। বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় প্রাইভেটকারের সামনের অংশও। অন্যদিকে রাস্তায় থাকা ওই সাইকেলের চালক রাস্তা থেকে ছিটকে পড়েন। তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে(Hospital)। এই দুর্ঘটনায় প্রাইভেট কারের যাত্রীদের প্রত্যেকেই অক্ষত বাসের কয়েকজন সামান্য আহত। দুর্ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ(Daspur police)। দুর্ঘটনা গ্রস্থ বাস, প্রাইভেটকার ও সাইকেল সরিয়ে ব্যস্ততম এই ঘাটাল মেদিনীপুর সড়কের যাতায়াত স্বাভাবিক করে।