শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সাইকেল আরোহীকে লরির ধাক্কা। গুরুতর জখম সাইকেল আরোহী। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘটনা দাসপুর থানার খুকুড়দহ জানা পাড়া এলাকায়। আজ রবিবারের সকালে ওই এলাকায় এক সাইকেল আরোহী ঘাটাল-পাঁশকুড়া রাস্তা(Ghatal Panskura road) ধরে যাওয়ার সময় একটি বালি বোঝাই লরি তাকে ধাক্কা মারে। দুর্ঘটনার(accident) ফলে গুরুতর জখম(Injured) হন ওই সাইকেল আরোহী। জানা যাচ্ছে, বছর ৮০ র ওই সাইকেল আরোহীর নাম সন্তোষ মান্না। বাড়ি খুকুড়দহ এলাকাতেই। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে স্থানীয়রাই তাকে উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দাসপুর-২ ব্লক সভাপতি সৌমিত্র সিংহরায়। তিনি তাঁর নিজের প্রাইভেট কারে করে ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।