শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: এই দুর্যোগের রাতে ঘাটাল-পাঁশকুড়া সড়কে(Ghatal Panskura road) দাসপুর থানার খুকুড়দহে ভয়াবহ পথ দুর্ঘটনা। একেবারে দুমড়ে-মুচড়ে গেল মারুতি(Maruti)। মারুতিতে চালকের(Driver) আসনে ছিলেন বাবা। যাত্রী ২ জনের মধ্যে ছিলেন মা ও মেয়ে। একই পরিবারের বাবা মা সাথে মেয়ে ভয়াবহ পথ দুর্ঘটনার(Accident) কবলে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তাদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার(Purba Medinipur) বৃন্দাবনচক এলাকায়। রাস্তায় টহলরত দাসপুর থানার পুলিশ(Daspur police) ও স্থানীয়দের চেষ্টায় কোনওক্রমে দুমড়ে-মুচড়ে যাওয়া মারুতি থেকে বাবা মা ও তাদের মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। এমন ভয়াবহ পথ দুর্ঘটনায় স্বভাবতই আরও আতঙ্কে ওই সড়কে যাতায়াতকারী মানুষজন। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ এই দুর্ঘটনা। মারুতিটি ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। দাসপুর থানার খুকুড়দহে ঘাটালগামী এক লরির সাথে মুখোমুখি ধাক্কা ওই মারুতির আর তার পরই মারুতি এমন অবস্থায় পৌঁছায় যে তার অবয়ব আর বোঝার উপায় নেই। এক বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে দেখেন ভয়াবহ পরিস্থিতি। মারুতির মধ্যে থাকা ৩ জনকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়। তাদেরকে উদ্ধার করে পাঠানো হয়েছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে(Panskura Super Speciality Hospital)। পরে পুলিশ সূত্রে তাদের পরিচয় মিললে জানা যায় তারা একই পরিবারের,সম্পর্কে তারা বাবা মা ও মেয়ে। দাসপুরের গোবিন্দনগরে মেয়েকে নিয়ে চিকিৎসকের(Doctor) কাছে এসেছিলেন বাবা রতন সর্দার,ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনা।