শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল দাসপুরের যুবকের।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘটনাটি ঘটেছে ২৯ নভেম্বর বুধবার রাত ১০ টা নাগাদ ঘাটাল-পাঁশকুড়া সড়কের(Ghatal-Panskura road) কেশাপাট ও পীতপুরের মাঝে। বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে পথদুর্ঘটনায়(Accident) মৃত্যু হয় দাসপুরের যুবকের। মৃত ওই যুবকের নাম প্রসেনজিৎ পোড়িয়া(৩৫), বাড়ি দাসপুর থানার লক্ষ্মীকুণ্ডু (বরাডব) গ্রামে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পাঁশকুড়া থানার পীতপুরে মাসির শাশুড়ির ছেলের বৌভাতের(Reception) নেমন্তন্ন(Invitation) খেয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক। বাইকে করে একাই ফিরছিলেন। পেছনে ঠিক কিছুটা দূরে অপর একটি বাইকে বাবা সহদেব পোড়িয়া, মা মিনু পোড়িয়া ও মেয়ে সায়নী পোড়িয়া ছিল। তারা কেশাপাট বাজার এলাকায় দেখে একজন গুরুতরভাবে জখম অবস্থায় পড়ে রয়েছে রাস্তার উপর, সঙ্গে সঙ্গে তারা বাইক থামিয়ে ওই যুবককে চিনতে পারে এবং সঙ্গে সঙ্গে তাঁকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে ওই রাতেই। তারপর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতায়।
জানা যাচ্ছে, গত ২ ডিসেম্বর শনিবার রাত ৮টা নাগাদ মৃত্যু(Death) হয় প্রসেনজিতের। পরিবার সূত্রে জানা যাচ্ছে, প্রসেনজিতের স্ত্রী মৌসুমী পোড়িয়া, এক মেয়ে সায়নী ছাড়াও ৬ বছরের একটি ছেলে রয়েছে। ভিনে রাজ্যে সোনার(Goldsmith) কাজ করতেন প্রসেনজিৎ। দুর্ঘটনা ঘটার ঠিক আগের দিন অর্থাৎ মঙ্গলবার বিকেলেই বাড়ি এসেছিলেন তিনি। কিন্তু বুধবার বিয়ে বাড়ির নিমন্তন্ন খেতে গিয়েই এই পরিণতি হল।