দুর্ঘটনায় গুরুতর জখম ব্যক্তির মর্মান্তিক পরিণতি

বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দুর্ঘটনায় আহত ব্যক্তির মর্মান্তিক পরিণতি হল।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার গোপীগঞ্জ-সুলতাননগর সড়কে দাসপুর থানার তাজপুর এলাকায় তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। চাঁইপাটের দিক থেকে পাইরাশির দিকে পরপর চার পাঁচটি বাইক আসছিল। সেই সময় বাইক চালিয়ে আসছিলেন দাসপুরের রানা গ্রামের রানা উত্তরপাড়ার বাসিন্দা গোবিন্দ বেরা(৪৬)। পেছনের বাইকগুলি তাকে পাশ কাটাতে গিয়ে একটি বাইকের সঙ্গে তাঁর বাইকের হ্যান্ডেলে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ রাস্তার পাশে ছিটকে পড়েন গোবিন্দবাবু। তিনি মাথায় গুরুতর চোট পান। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার গুরুত্ব বুঝে সেখান থেকে পরিবারের লোকেরা তাঁকে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। মাথায় গুরুতর চোট থাকায় মাথায় অস্ত্রপ্রচার করা হয় বলেও জানা গিয়েছে। দুতিনদিন পর পরিবারের লোকেরা নিজেদের দায়িত্বে তাঁকে ঘাটালের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। তবে চিকিৎসার খরচ ক্রমশ সামাল দিতে পারছিলেন না পরিবারের লোকেরা। তাই গত দু-তিন দিন আগে তাঁকে বাড়িতে নিয়ে আসেন তাঁর পরিবারের সদস্যরা। তিনদিন যাবৎ তিনি বাড়িতেই ছিলেন। আজ  ২৭ সেপ্টেম্বর বুধবার বিকেল পৌনে চারটা নাগাদ বাড়িতে তিনি পরলোক গমন করেন।

 

জানা যাচ্ছে, যে বাইকটির সঙ্গে তা দুর্ঘটনা ঘটে সেই সময় তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তাদের বাড়ি দাসপুর থানার কেলেগোদা এলাকায় বলে সূত্র মারফত জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবিন্দবাবু পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পরিবারে রয়েছে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। ছেলে ভিন রাজ্যে কর্মরত রয়েছেন। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সংসারের কর্তা হঠাৎ চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিবারের বাকি সদস্যরা। আকস্মিক দুর্ঘটনায় হঠাৎই তিনি চলে গেলেন, এটা মেনে নিতে পারছেন না কেউই।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।