বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: নিয়ন্ত্রণ হারিয়ে বাইক গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের গার্ডওয়ালে। গুরুতর জখম তিনজন।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
দুজনের অবস্থা আশঙ্কাজনক। গোপীগঞ্জ-সুলতাননগর সড়কে দাসপুর থানার হরিতলা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। আজ ২৩ আগস্ট বুধবার সন্ধ্যা ৬ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আজ সন্ধ্যায় একটি বাইকে চেপে চাঁইপাটের দিক থেকে সোনাখালির দিকে যাচ্ছিল তিন যুবক। কোনওভাবে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কংক্রিটের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মেরে রাস্তার পাশের একটি পুকুরে গিয়ে পড়ে। বাইক থেকে ছিটকে পড়েন তিনজন। তাঁদেরকে উদ্ধার করে প্রথমে সোনাখালি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে কলকাতায় রেফার করা হয়। গুরুতর আহত ওই দুজন হলেন সৌরভ বক্সী, বয়স প্রায় ১৮ বছর। বাড়ি দাসপুর থানার চাঁইপাটে। অন্যজনের নাম সুজয় দাস, তাঁরও বয়স প্রায় ১৮ বছর। বাড়ি ওই থানার সয়লাতে। বিশ্বজিৎ মণ্ডল নামের আর এক বছর ১৮র যুবক অল্প বিস্তর চোট পায়। তাঁর বাড়ি চাঁইপাটে, তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।