এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ৪ বছরের বাচ্চাকে পিষে দিল ধানের গাড়ি

Published on: May 7, 2019 । 9:52 PM

নিজস্ব সংবাদদাতা: আজ  ৭ মে ঘাটাল পুরসভার ১ নম্বর ওয়ার্ডে এক বালিকাকে পিষে দিল ধান বোঝাই একটি গাড়ি।  ওই বালিকার নাম সাথীয়া দোলই(৪)। ঘাটাল শহরের     রঘুনাথচকের দোলই পাড়ায় বাড়ি। তার ছাতির ওপর দিয়ে গাড়িটি চলে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ  বেলা ১১টা নাগাদ বাড়ির সামনে একটি ঢালু রাস্তায় সাথীয়ারা তিন ভাইবোন মিলে খেলছিল। সাথীয়া মেজো।  সামনেই একটি গাড়িতে করে ধানবোঝাই হচ্ছিল। হঠাৎ করে সেই গাড়ির গড়াতে শুরু করে।  সাথীয়ার ছাতির ওপর দিয়ে একটি চাকা চলে যায়। সাথীয়ার দিদিও জখম হয়।  দু’বছরের ছোট ভাইয়ের কোনও ক্ষতি হয়নি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad