এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আবার ঘাটাল পাঁশকুড়া সড়কের কলোড়াতে পথ দুর্ঘটনা, জখম বহু

Published on: March 19, 2019 । 9:15 AM

চন্দ্রা গুঁই: আজ ১৯ মার্চ সকাল ৯টা নাগাদ ঘাটাল-পাঁশকুড়া সড়কের কলোড়াতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। জখম বহু। আহতদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসাপাতালে ভরতি করা হচ্ছে। ওই দুর্ঘটনার জেরে পথ অবরুদ্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দাসপুর থানার পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। পুলিস সূত্রে জানানো হয়েছে, ঘাটাল মুখী মাধাখালি-চন্দ্রকোণা যাত্রীবাসটির সঙ্গে পাঁশকুড়া গামী একটু ট্যুরিস্ট বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। জখম বহু। এই মুহুর্তে জখমের পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad