এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দেশের মানুষের স্বার্থে উপোস করে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

Published on: January 31, 2019 । 4:25 PM

উপোস করে তারাপীঠে পুজো দিয়ে দেশের মানুষের জন্য প্রার্থনা করলেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সামনেই লোক সভা ভোট। পশ্চিম বঙ্গে পদ্মবাগানের মাটি তৈরিতে কোদাল চালাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। এদিকে ভারতের প্রধান মন্ত্রী পদের লড়াইয়ে অবিজেপি জোটের ডাক। সব মিলিয়ে অদূর ভবিষ্যতে অনেক অঘটন দেখার অপেক্ষায় সারা দেশ। এই প্রক্ষাপটে তারা মায়ের পুজো দেওয়া নেহাত অপ্রাসঙ্গিক নন।

জানাগেছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানান দেশের মানুষের স্বার্থেই তাঁর মা কে পুজো দেওয়া।
এদিন সকাল থেকেই না খেয়ে উপবাস করে দুপুরে তারা মায়ের পুজো দেন বাংলার মুখ্যমন্ত্রী। পুজো দিয়ে এই মায়েরই অন্নভোগ গ্রহন করেন তিনি।

আসলে বুধবার বাড়ির কেয়ারটেকারের ছেলের বিয়ে উপলক্ষে বীরভূমের কুসম্বায় গিয়েছিলেন তিনি। সেখান থেকেই ঢুঁ দেন নিজের মামা বাড়িতে। ছোটো বেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা বাড়িতে। প্রায় পাঁচ বছর পর মামা বাড়িতে গেছিলেন তিনি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।