এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

২০ হাজার দর্শকের মাঝে ২০১৯ এর বি পি এল কাপ কাদের ঘরে গেল জানুন

Published on: January 23, 2019 । 11:11 PM

ইন্দ্রজিৎ মিশ্র:বালক রাউত বিমান বাহিনী ক্লাবের পরিচালনায় বিপিএল কাপ দশম বর্ষে পড়ল। দশম বর্ষে এবার এলাকা ও এলাকার বারিরের আটটি ক্রিকেট দল ছয়দিনের এই নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেয়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ধাঁচের এই খেলাটির আজ ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা,যা দেখতে ক্রিকেটপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মত।
বর্ধমান এবং রাধামোহনপুর বাপি একাদশের চূড়ান্ত ম্যাচে ছিল টানটান উত্তেজনা।

বর্ধমান তাদের নির্ধারিত ওভারে ১১২ রানের লক্ষ্যমাত্রা রাখলেও রাধামোহনপুর বাপি একাদশ মাত্র তিন উইকেট খুইয়ে সেই রান তুলে ২০১৯ সালের বি পি এল কাপের চ্যাম্পিয়ন হয়।

ক্লাবের সভাপতি জিতেন্দ্র পাত্র এবং বিপিএল কাপের সভাপতি পঙ্কজ সামই জানান এই কদিন দর্শকদের আনন্দ দেওয়ার জন্য চিয়ারলিডার,কারগিল যুদ্ধ, গ্যাস বেলুন, হাসির কার্টুন, আতশবাজি ব্যবস্থা ছিল। মাঠে উপস্থিত প্রায় কুড়ি হাজার ক্রিকেটপ্রেমী দর্শক খেলার সাথে আনুসঙ্গিক সকল বিনোদন মূলক ব্যবস্থাগুলি উপভোগ করে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭