আজ ২৩ জানুয়ারি বেলা ১টা নাগাদ শিশুমেলার ‘আনন্দ মেলা’য় একটি রান্না শেডে আগুন লাগে। সেখানে বিক্রেতারা তাঁদের নিজেদের খাবার রান্না করছিলেন। রান্নার গ্যাসের দুটি সিলিন্ডার ফেটে যায়। অস্থায়ী শেডটি পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। কোনও স্টলের ক্ষতি হয়নি। আজ মেলা স্বাভাবিকই চলবে।
ঘাটাল উৎসব ও শিশু মেলা মূল মেলাটি বসে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে। অরবিন্দ স্টেডিয়ামের উত্তরে ঘাটাল কলেজের ছাত্রী নিবাসের পাশে যে বিকিকিনির মেলাটি বসে সেখানেই এই অগ্নিকাণ্ডটি ঘটে। প্রাচীরের পশ্চিম দিক লাগোয়া একটি ত্রিপলে ছাউনির নিচে মেলার স্টলের দোকানদাররা নিজেদের দুপুরের খাবারের জন্য রান্না করছিলেন। সেখানেই গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে ওই অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় স্টলওয়ালাদের ওই শেডটি পুড়ে নষ্ট হয়ে যায়। হতাহত কেউ হননি। পাশের বিদ্যুৎ তারে আগুন লেগে যায়।
মেলা কমিটির যুগ্ম সম্পাদক অনিরুদ্ধ কুলভী জানিয়েছেন, মূল মেলায় কোনও সমস্যা হয়নি। যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে একটি ছোট অস্থায়ী চালা পুড়েছে মাত্র। স্টলেরও কোনও ক্ষতি হয়নি। অন্যান্য দিনের মতো মেলা স্বাভাবিক ছন্দেই চলবে। বিকেলে যেসব অনুষ্ঠান রয়েছে তা নির্দিষ্ট সময়েই চলবে।