এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল শহরে পৌষ সংক্রান্তির মেলা

Published on: January 15, 2019 । 3:29 PM

অন্যান্য বছরের মতো এবছরও মকর সংক্রান্তিতে   ঘাটাল শহরে শীলাবতী বক্ষে মেলা বসল। ঘাটাল শহরের চেয়ারম্যান বিভাস ঘোষ  বলেন, এবছর মেলা ৩১৫ বছরে পা দিয়েছে। এই মেলার দিনে প্রতিবছরই  পৌরসভার কর্মচারীদের উদ‍্যোগে গঙ্গা পুজোর আয়োজন করা হয়।  এবছরও তার ব্যতিক্রম হয়নি।  মেলাতে প্রচুর মানুষ এ দিন গঙ্গা পুজোও দেন। গঙ্গা মন্দিরের পাশেই শিলাবতী নদী। সেই নদীতে এদিন ভোর থেকেই  স্নান পর্ব শুরু হয়।

মেলাতে গৃহস্থালির বাঁশের নানা সরঞ্জাম, লোহার তৈরি জিনিসপত্রের  পসরা সাজিয়ে বসেন ব‍্যবসায়ীরা। এছাড়াও নানাধরণের ছোট ছোট পসরা নিয়ে অনেক ব‍্যবসায়ীরা আসেন।   তবে ঘাটালের বাসিন্দারা বলেন মেলা অনেক জৌলুস হারিয়ে ফেলেছে। কারণ একটাই, সব জায়গাতেই এখন মেলা। তাই সেভাবে এই মেলা আর জমছে না।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad