রাজনৈতিক সংঘষে আহত ৫, অভিযুক্ত তৃণমূল!

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার কুঁচাই এলাকার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল৷ আজ সকালে ওই অঞ্চলের বিজেপির নেতা মানস ঘোড়াই এর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা চড়াও হয় বলে অভিযোগ৷ দুস্কৃতিদের বাঁধা দিতে গেলে ওই বুথের বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হন৷ আক্রান্তদের মধ্যে বুদ্ধদেব ঘোড়াই, মানস ঘোড়াই ও সমীর দাস পিংলা ও ময়না স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে৷ ঘটনার পরে বিজেপি’র দাপুটে নেতা আনিসুর রহমান ও ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সম্পাদক কালিপদ সেনগুপ্ত প্রথমে পিংলা থানার ওসির সাথে বিষয়টি নিয়ে কথা বলেন৷ পরে হাসপাতালে আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে তাঁরা দেখা করেন৷ দলের তরফে আক্রান্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দেন আনিসুর রহমান৷ কালিপদবাবু বলেন, ঘরছাড়া পরিবারগুলি যাতে দ্রুত এলাকায় ফিরতে পারেন প্রশাসনিক ভাবে তার ব্যবস্থা নিতে পিংলা ওসি’র কাছে আবেদন জানানো হয়েছে৷
যদিও তৃণমূলের তরফে ওই ঘটনা অস্বীকার করা হয়েছে৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।