এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-পাঁশকুড়া সড়কে আবারও পথ দুর্ঘটনা!

Published on: December 17, 2018 । 5:59 AM

ঘাটালে আবারও পথ দুর্ঘটনা। আজ সাতসকালেই দুর্ঘটনার কবলে পড়ে পশ্চিমবঙ্গ সরকারের এক গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে কুশপাতা ও বেলেঘাটার মাঝে। প্রত্যক্ষদর্শীদের দাবি পাঁশকুড়া মুখি গাড়িটি একটি ঘাটাল-পাঁশকুড়া বাসকে পাস দিতে গিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে গিয়ে পড়ে। গাড়ির মধ্যেথাকা অনন্যরা অক্ষত থাকলেও এই দুর্ঘটনায় গাড়িটির চালক জখম হয়েছে। ঘাটাল পুলিস ঘটনাস্থলে পৌঁছেছে। যান চলাচল স্বাভাবিক আছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭