এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পৌরসাভার আর্থিক সহযোগিতায় ঘাটাল পৌর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে

Published on: December 1, 2018 । 12:41 PM

ঘাটাল পৌরসাভার আর্থিক সহযোগিতায় ঘাটাল পৌর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে

প্রাথমিক শিক্ষকদের আর্থিক সহযোগিতা না পাওয়ার কারণে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভায় শিশুদের নিয়ে পৌর ক্রীড়া অনিশ্চিত হয়ে পড়েছিল। পর পর দুবার শিক্ষক ও অবর বিদ্যালয় পরিদর্শক পক্ষের মিটিংয়ে কিচ্ছু সুরাহা হয়নি। ঘাটাল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সাফ জানিয়ে দিয়েছিলেন পৌর ক্রীড়া বিষয়ে তাঁর কোনো দায়ভার নাই। শুধুমাত্র ঘাটাল ব্লকের ক্রীড়া উৎসব করানো তাঁর দায় ও দায়িত্বের মধ্যে পড়ে।
অবশেষে ২৯ নভেম্বর তৃতীয় দফার মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান বিভাষ ঘোষ। মূলত তার হস্তক্ষেপেই ওইদিন পৌর ক্রীড়ার জট ছাড়ে। পৌর সভার আর্থিক সহায়তায় ক্রীড়াপ্রতিযোগিতার তারিখ নির্ধারিত হয় ১ ডিসেম্বর।
আজ সকালে নির্ধারিত সময়েই ঘাটাল নিশ্চিন্দীপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পৌর ক্রীড়ার শুভ সূচনা করলেন পৌরসভার চেয়ারম্যান বিভাষ বাবু।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now