আবার পুরস্কৃত হল দাসপুর-১ ব্লক কোঅপারেটিভ এগ্রিকালচার মার্কেটিং সোসাইটি। এবারও তারা রাজ্যে প্রথম হয়েছে। আজ ১৯ নভেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সমবায় মেলায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম তাদের ‘এক্সিল্যান্স মেরিট-২০১৮’র পুরস্কারটি দাসপুর-১ ব্লক কোঅপারেটিভ এগ্রিকালচার মার্কেটিং সোসাইটিকে তুলে দিয়েছে। যেটি রাজ্য স্তরের সেরা পুরস্কার। ওই সমবায়ের চেয়ারম্যান তথা দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক বলেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর। আমরা এই পুরস্কার পেয়ে আপ্লুত।
৫৩ বর্ষীয় ওই সমবায়ের মূল ব্যবসা সার, কীট নাশক এবং রেশন ডিলারদের মাল সরবরাহ করা। ওই সমবায়ের অধীন অন্য ১৭টি সমবায় রয়েছে। তারাই মূল গ্রাহক। দাসপুর থানার গৌরাতে মূল কার্যালয়ের পাশাপাশি গোপীগঞ্জ এবং দাসপুরে একটি করে শাখা রয়েছে। এটিই ওই সমবায়ের প্রথম পুরস্কার নয়। এর আগেও অন্যান্য পুরস্কারে পুরস্কৃত হয়েছে। সুনীলবাবু বলেন, ২০১৭ সালে রাজ্য সমবায় দপ্তরের বিচারেও আমরা রাজ্যে প্রথম হয়েছিলাম। এই পুরস্কারগুলি আমাদের সুষ্ঠুভাবে কাজ করে যেতে আরও উৎসাহিত করবে।