রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের(আর.এস.এস) মিছিল হল ঘাটালে৷ ওই সংঘের প্রায় ২০০ কর্মীসমর্থক ওই মিছিলে অংশনেয়৷ ভারত মাতার ছবিতে মাল্যদান করে মিছিল আকারে শোভাযাত্রায় অংশনেয় সদস্যরা৷ বিগত বছরের থেকে ওই সংঘের সদস্য সংখ্যা বেশ কয়েকগুন বৃদ্ধি পেয়েছে বলে দাবি সংগঠন সূত্রে৷