তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল মহকুমার জন্য এক অত্যন্ত গর্বের খবর বয়ে আনল দুই কৃতি ছাত্রী। গত ২৭ ও ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে GAYSF BHARAT-এর উদ্যোগে আয়োজিত জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ফিটনেস যোগার পক্ষ থেকে অংশগ্রহণকারী দাসপুরের সোনাখালি সয়লার বাসিন্দা শ্রেয়া শী তার অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে সাব-জুনিয়র গার্লস গ্রুপ-এ বিভাগে চতুর্থ স্থান অধিকার করেছে। অন্যদিকে, শিক্ষা নিকেতন যোগার ছাত্রী মিসমি সামন্ত একই বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে জাতীয় স্তরে দ্বিতীয় স্থান অধিকার করে মহকুমার নাম উজ্জ্বল করেছে। তাদের সঙ্গে হুগলি জেলার ধান্যঘোরির আয়ুষী মান্না সাব জুনিয়ার গার্লস গ্রুপ বি বিভাগে অষ্টম স্থান অধিকার করেছে। মিসমি তার প্রশিক্ষক মহাদেব মান্নার অধীনে দীর্ঘ দিন ধরে নিয়মিত যোগাভ্যাস করে এই সাফল্যের শিখরে পৌঁছেছে। আয়ুষী আর শ্রেয়ার ফিটনেস যোগার প্রশিক্ষক প্রসেনজিৎ দত্ত। জাতীয় স্তরের এই বড় মঞ্চে দুই ছাত্রীর এমন কৃতিত্বে তাদের বাবা-মা এবং যোগ শিক্ষকগণ দারুণ উৎসাহিত ও আনন্দিত। খুদে এই দুই প্রতিভার হাত ধরে মেদিনীপুরের মাটিতে যোগাসনের মান আরও সমৃদ্ধ হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে। তাদের এই সাফল্য আগামী দিনে এলাকার অন্য ছাত্রছাত্রীদেরও যোগব্যায়ামের প্রতি আরও আগ্রহী করে তুলবে।
জাতীয় যোগাসন প্রতিযোগিতায় উজ্জ্বল সাফল্য ঘাটালের দুই ছাত্রীর







