কাজলকান্তি কর্মকার[M-9933066200]: আমরা সবাই জানি ‘হ্যালো এফেক্ট’[Halo Effect] কাকে বলে। তবুও কয়েকটি বাক্যের মধ্যে ব্যাখ্যা করার চেষ্টা করছি। হ্যালো এফেক্ট হল এক ধরণের মানসিক প্রবণতা বা কগনিটিভ বায়াস, যেখানে আমরা কোনও ব্যক্তির একটি বিশেষ গুণ বা বৈশিষ্ট্য দেখে মুগ্ধ হয়ে তার সম্পর্কে একটি সামগ্রিক ইতিবাচক ধারণা তৈরি করে ফেলি। সহজ কথায়, যখন আমরা কারোর একটি ভালো দিক দেখে ধরে নিই যে তার বাকি সব দিকই ভালো হবে, তখনই তাকে ‘হ্যালো এফেক্ট’ বলা হয়।
এটি কীভাবে কাজ করে? মনস্তাত্ত্বিক দিক থেকে, আমাদের মস্তিষ্ক খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করে। যদি আমরা দেখি কেউ দেখতে খুব সুন্দর বা আকর্ষণীয়, আমরা অবচেতনভাবেই ধরে নিই যে সে বুদ্ধিমান, দয়ালু এবং সৎ হবে— যদিও এই গুণগুলোর সাথে চেহারার কোনও সরাসরি সম্পর্ক নেই।
হ্যালো এফেক্টের কিছু সাধারণ উদাহরণ: কর্মক্ষেত্রে কোনও কর্মী যদি খুব সময়নিষ্ঠ হন, তবে বস হয়তো ধরে নিতে পারেন যে তার কাজের মানও খুব ভালো হবে, এমনকি যদি তার কাজে কিছু ঘাটতিও থাকে। আমরা যখন দেখি আমাদের প্রিয় কোনও সেলিব্রিটি কোনও পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে, তখন আমরা ধরে নিই পণ্যটি খুব উন্নত মানের হবে। এটাকে ‘সেলিব্রিটি এনডোর্সমেন্ট’ও বলা হয়। এটাও এক ধরনের হ্যালো এফেক্ট। একজন শিক্ষক যদি দেখেন কোনও ছাত্রের হাতের লেখা খুব সুন্দর, তবে তিনি অজান্তেই সেই ছাত্রকে বেশি মেধাবী মনে করতে পারেন এবং পরীক্ষায় তাকে বেশি নম্বর দিয়ে দিতে পারেন।
এগুলোকে কেন একে ‘Halo’ বলা হয়? Halo’ মানে হল দেবদেবীদের মাথার পেছনে থাকা জ্যোতি-চক্র বা আভা। যেমন সেই আভাটি ব্যক্তিকে পবিত্র বা মহান হিসেবে তুলে ধরে, তেমনি এই মানসিক প্রবণতাটিও ব্যক্তির একটি গুণকে ঘিরে একটি ‘আভা’ তৈরি করে যা তার নেতিবাচক দিকগুলোকে আড়াল করে দেয়। এর বিপরীত অবস্থা হর্ন এফেক্ট[Horn Effect]। এখানে কোনও ব্যক্তির একটি খারাপ গুণ দেখে আমরা ধরে নিই যে তার সবকিছুই খারাপ। খুব সুন্দর মানুষটিও হয়তো আদতে অহংকারী হতে পারেন, আবার বাহ্যিকভাবে সাদামাটা বা আনস্মার্ট মানুষটি হয়তো কর্মদক্ষতায় অনেককেই হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
পরিশেষে বলা যায়, বাহ্যিক চাকচিক্য বা একক কোনো গুণের ভিত্তিতে কাউকে বিচার করা আমাদের বিচারবুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে। মানুষের ভেতরের প্রকৃত সত্তাকে চিনতে হলে এই মানসিক পক্ষপাত থেকে বেরিয়ে আসা জরুরি। হ্যালো ও হর্ন এফেক্ট সম্পর্কে সচেতনতা আমাদের আরও যৌক্তিক সিদ্ধান্ত নিতে এবং মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে সাহায্য করে।




