এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মানবতার ফেরিওয়ালা: সৌমেন রানার ব্যতিক্রমী ব্যাঙ্কিং পরিষেবা

Published on: December 13, 2025 । 8:15 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ট্রেন দুর্ঘটনায় দুই পা হারিয়েছেন দাসপুর থানার ইসবপুরের বাসিন্দা হাসান আলি। চলাফেরা করা যাঁর কাছে এক দুঃসাধ্য সংগ্রাম, সেই আসান আলির দুয়ারে পৌঁছে গিয়েছেন সৌমেন রানা। না, কোনো ব্যক্তিগত কারণে নয়, বরং তাঁর হাতে আধুনিক ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতেই সৌমেনের এই নিরলস প্রচেষ্টা। বর্তমান সময়ে সারা দেশ জুড়ে ব্যাঙ্কের সিএসপি বা কাস্টোমার সার্ভিস পয়েন্ট নিয়ে যখন বিস্তর অভিযোগ উঠছে, তখন সৌমেন রানা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য এবং ব্যতিক্রমী উদাহরণ হিসেবে। বিগত পাঁচ বছরেরও বেশি

সময় ধরে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের একটি ব্যাঙ্কিং পয়েন্ট পরিচালনা করছেন। বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা প্রদান করেন তিনি। তাঁর এই কেন্দ্রে প্রতিদিন ভিড় জমান স্বল্প শিক্ষিত, নিরক্ষর কিংবা প্রান্তিক অঞ্চলের সাধারণ মানুষ। আর্থিক লেনদেনের মতো সংবেদনশীল কাজে সৌমেন এতটাই স্বচ্ছতা বজায় রাখেন যে, আজ পর্যন্ত তাঁর ব্যাঙ্কিং পয়েন্ট নিয়ে কোনো অভিযোগ ওঠেনি।দাসপুর থানার দুবরাজপুরের বাসিন্দা এই যুবক কেবল একজন ব্যবসায়ী নন, বরং সাধারণ মানুষের আস্থার প্রতীক। প্রত্যেক

গ্রাহককে সমান গুরুত্ব দিয়ে এবং পরম দায়িত্বের সঙ্গে পরিষেবা দেওয়াটাই তাঁর মূল লক্ষ্য। আসান আলির মতো অসহায় মানুষের কাছে গিয়ে পরিষেবা দেওয়ার এই মানবিক উদ্যোগ প্রমাণ করে যে, সদিচ্ছা থাকলে প্রযুক্তির মাধ্যমেও সামাজিক সেবা করা সম্ভব। সৌমেনের এই সততা ও নিষ্ঠা আজ বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad