এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

হরিসিংহপুরে কালী মন্দিরে চুরি

Published on: December 12, 2025 । 9:14 AM
কেয়া মণ্ডল চৌধুরী
কেয়া মণ্ডল চৌধুরী
আমার কলম ঘাটাল মহকুমার জীবনবোধের শরিক। আমি সামাজিক সমস্যার নিভৃত কান্না, অভাবের নীরব দীর্ঘশ্বাস এবং সাধারণ মানুষের গভীর অভিযোগের সুর শুনতে ভালোবাসি। আমার লেখনি আলো-আঁধারের গাঢ় পটভূমি এড়িয়ে চলে। খুন-খারাপি, রাজনৈতিক জটিলতা বা তীব্র দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য আমার উপজীব্য নয়। আমি ডুব দিই লোকায়ত জীবনের সরল জটিলতায়—ঘাটালের ধূলিকণা ও মানুষের আশা-হতাশা—এরাই আমার লেখনির প্রাণ। যা আমি ‘স্থানীয় সংবাদ’-এর মাধ্যমে তুলে ধরি।
📞 +919732738015 WhatsApp

কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: বৃহস্পতিবার রাতে ঘাটাল থানার হরিসিংহপুর শ্মশান কালী মন্দিরে তালা ভেঙে চুরি হয়। শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হয়। মন্দির কমিটির সদস্য তরুণ কবি এবং মানিক সামন্ত বলেন, সকালে মন্দিরের সামনে গিয়ে দেখি মন্দিরের গেটের তালাগুলি ভাঙা। প্রণামী বাক্সটি নেই। তবে সৌভাগ্যের বিষয় হল, মন্দিরের মূল গেটের তালা দুষ্কৃতীরা ভাঙতে পারেনি। আমরা ঘটনাটি সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে থানায় জানিয়েছি। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, তারা শ্মশানকালীর চুরির বিষয়টি জেনে তদন্ত শুরু করেছে। •ছবি পাঠিয়েছেন শুভঙ্কর

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।