বিপ্লব সরকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: রবিবার রাতে কে বা কারা চন্দ্রকোণা থানার শোলা গ্রামের তিন কৃষকের ধানের গাদায় আগুন ধরিয়ে দিল। ভস্মীভূত হল তিন চাষির ৬ বিঘে জমির ফসল। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শোলার বাসিন্দা তাপস দাস, দেবীপ্রসাদ দাস ও মনসা দাস তাঁদের খামারে কাটা ধান মজুত করে রেখেছিলেন। রবিবাররাতে হঠাৎই দেখা যায় ধানের গাদায় দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্রামবাসীরা পাম্প চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশবাহিনী। কৃষকদের অভিযোগ, দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। আগুনে প্রায় ৬ বিঘে জমির ধান সম্পূর্ণ পুড়ে যায়, যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকারও বেশি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। হঠাৎ এই বিপর্যয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অসহায় কৃষক পরিবারগুলি। তাঁদের দাবি, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
তিন চাষির ধানের গাদায় আগুন, ভস্মীভূত সমস্ত ধান








