বাইকে সজোরে লরির ধাক্কা, আশঙ্কাজনক অবস্থা ভাইয়ের দিদি চিকিৎসাধীন

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দিদিকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে মনসা পুজোর দুপুরের ভোজ খেতে যাচ্ছিলেন। তার আগেই ঘটে গেল দুর্ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের(hospital) বেডে শুয়ে রয়েছেন ভাই এবং দিদি চিকিৎসাধীন। বছর ৫০ এর ভাইয়ের নাম শ্যামল মিত্র এবং দিদি বছর ষাটের গীতা মিত্র সরকার। শ্যামলবাবুর বাড়ি চন্দ্রকোণা পৌরসভার(chandrakona municipality) ৯ নম্বর ওয়ার্ড মানপুরে আর গীতাদেবীর বাড়ি চন্দ্রকোণারই বালা এলাকায়। আজ বৃহস্পতিবার দুপুর নাগাদ চন্দ্রকোণা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সুরেরহাট এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গীতাদেবী বাপের বাড়িতেই ছিলেন। তাই শ্যামলবাবু তার দিদিকে নিয়ে বাইকে করে মেয়ের বাড়িতে মনসা পুজো উপলক্ষে দুপুরের ভোজ খেতে যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে সুরেরহাট এলাকায় রাজ্যসড়কে উঠার সময় একটি ট্রাক তাদের বাইকে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন দুজনেই। তবে বাইকটি ট্রাকের সঙ্গে টানা হয়ে কিছুটা দূর পর্যন্ত যায়। স্থানীয়রা জানান, সঙ্গে সঙ্গে তারা ছুটে যান এবং আহতদের উদ্ধার(rescue) করে চন্দ্রকোণা গ্ৰামীণ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(medinipur medical college and hospital) স্থানান্তরিত করা হয়। শ্যামলবাবু্র অবস্থা আশঙ্কাজনক এবং গীতাদেবী চিকিৎসাধীন। গীতাদেবী পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী বলে জানা গিয়েছে। ঘটনার খবর যায় চন্দ্রকোণা থানায়। পুলিশ গিয়ে গাড়িটিকে আটক করেছে তবে চালক(driver) ও খালাসি পলাতক। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, ট্রাকের সামনে ‘পশ্চিমবঙ্গ সরকারের অন ডিউটি(on duty) রেশন সামগ্রী(food and supply) পরিবহন গাড়ি’ এমনই লেখা বোর্ড লাগানো রয়েছে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015