রাজনগর ইউনিয়ন হাইস্কুলে আইনি সচেতনতা শিবির

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর-১ ব্লকের রাজনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবির। রাজনগর ইউনিয়ন হাইস্কুলে আজ ২১ আগস্ট অনুষ্ঠিত হল আইনি সচেতনতা শিবির। শিবিরটি ছিল স্থানীয় সমাজের জন্য এক উল্লেখযোগ্য ঘটনা। এই শিবিরের মাধ্যমে জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষ স্কুলের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের আইন সম্পর্কে সচেতন করার এক উদ্যোগ গ্রহণ করেছে।

শিবিরে ঘাটাল মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়্যারম্যান তথা ঘাটালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ময়ূখ মুখোপাধ্যায়, ঘাটাল আদালতের অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত সরকার, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক দিব্যেন্দু নাথ, দাসপুর থানার ওসি অঞ্জনিকুমার তেওয়ারি প্রমুখ শিক্ষার্থীদের বাল্য বিবাহ, শিশু পাচার, শিশু শ্রম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শিবিরের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল, শিক্ষার্থীরা সরাসরি বিচারকদের সঙ্গে মতবিনিময় করার সুযোগ পেয়েছিল। এটি তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা ছিল।

এই শিবিরের মাধ্যমে শিক্ষার্থীরা শুধুমাত্র আইন সম্পর্কে জানতে পেরেছে তাই নয়, বরং আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিভিন্ন সুবিধা সম্পর্কেও অবহিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা মনে করেন, এই ধরনের শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের পরিবার ও সমাজকেও আইন সম্পর্কে সচেতন করতে পারবে।

আইনি পরিষেবা কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিভিন্ন স্থানে এই ধরনের শিবির আয়োজন করে সাধারণ মানুষকে আইনি সহায়তা প্রদান করার চেষ্টা করে চলেছেন। এই শিবিরগুলির মাধ্যমে সাধারণ মানুষ আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে কী ধরনের সহযোগিতা পেতে পারে সে সম্পর্কে সচেতন হচ্ছে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015