ঘাটাল মেদিনীপুর সড়কে প্রায় ৪০ জন যাত্রী প্রাণে বেঁচে গেলেন,নেপথ্যে চালক

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মেদিনীপুর সড়কে ভয়াবহ এক পথ দুর্ঘটনা রুখে দিল চালক। সামনে থেকে আসা মালবোঝাই লরি একেবারে যাত্রী বোঝাই বাসের ডান দিকে। চোখের সামনে এক ভয়াবহতার আন্দাজে যাত্রীরা নিজেদের ঈষ্ট দেবতাকে শেষ বারের মতো স্মরণে।

চালকের পিছনে থাকা ঘাটালের বাসিন্দা মাধবী কান্ডারের কথায় ২৫ জুন মঙ্গলবারের সকাল প্রায় ৭টা, ঘাটাল মেদিনীপুর সড়ক ধরে মেদিনীপুরের দিকে যাত্রী নিয়ে যাচ্ছে যাত্রী বোঝাই বাস। দাসপুর থানার হোসেনপুর মান্না মোড়ে হঠাৎই সামনে এসে পড়ল দ্রুত গতিতে থাকা এক মাল বোঝাই লরি। বাসে প্রায় ৪০ জন যাত্রী। একটা ঝাঁকুনি মাধবী দেবীর সাথে সব যাত্রীরাই দূর্ঘটনার চরম মুহূর্তের কথা আন্দাজ করে হাতের সামনে যা পেলেন তাই শক্ত করে ধরে চোখ বন্ধ করে ফেলেছেন। তা প্রায় মিনিট খানেক হবে। তারপর চোখ খুলে মাধবীদেবী দেখেন তার হাতে কিছুটা আঘাত,পিছনের জনা দশেক সামান্য আহত। তবে বেশিরভাগ যাত্রীই একেবারে অক্ষত। বাসের ডান পাশে লরির ধাক্কায় বেশ কিছুটা অংশ দুমড়ে মুচড়ে গেছে। যাত্রীরা একবাক্যে স্বীকার করছেন বাসের চালকের তৎপরতায় আজ তাঁরা প্রাণে বেঁচে গেলেন। যাত্রী পরিবহনে এমন চালকই দরকার। সামনে দ্রুত গতির লরিকে দেখে চালক বাস ছেড়ে না পালিয়ে লরির গুরুতর ধাক্কা থেকে বাসের মধ্যে থাকা যাত্রীদের বাঁচাতে শেষ মুহূর্ত পর্যন্ত ওই বাসের চালক লড়েছেন। রাস্তার একেবারে ধারে বাসকে সরিয়ে নিয়ে যেতে পেরেছেন,নিজের প্রাণের মায়া না করেই। ওই চালক এভাবে রাস্তা থেকে বাসটিকে প্রায় ৫ ফুট না নামাতে পারলে সামনে থেকে আসা লরির ধাক্কার ভয়াবহতা কতটা মর্মান্তিক হতে পারত সে বলার নয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!