ফিরে এসেছে বাবা ৪ দিন পর হাঁড়ি চড়বে দাসপুরে ও ঘাটালের দুই পরিবারে

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চার দিন পর দাসপুরে ও ঘাটালে দুই পরিবারে হাঁড়ি চড়বে। দাসপুরের ধর্মায় মেয়ের বাড়িতে বৈষ্ণবী কালী পুজো দেখতে এসে নিখোঁজ  বাবা। অবশেষে আজ বুধবার বিকেলে বাবার খোঁজ মিললো।  বাবাকে পাওয়া গেল দাসপুর থানার হোসেনপুর এলাকা থেকে৷ স্থানীয় এক গৃহবধূ অপরিচিত ওই বৃদ্ধকে দেখে জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকার ভিলেজ পুলিশকে জানালে ভিলেজ পুলিশ সুশান্ত কপাট ওই বৃদ্ধের দেওয়া ঠিকানা অনুযায়ী ঘাটালের মনসুকা এলাকায় খোঁজ চালান। জানা যায় ওই এলাকার ফতেপুর গ্রামের এক বাসিন্দা প্রায় ৭০ বৎসরের মুকুন্দ মালিক দাসপুরের ধর্মায় মেয়ে সুষমা কারকের বাড়িতে গিয়েছিলেন। তিনি আর বাড়ি ফেরেননি। খবর পেয়ে দাসপুরের ধর্মা থেকে মেয়ের বাড়ির লোকজন হোসেনপুরে এসে মুকুন্দবাবুকে সনাক্ত করেন। তাঁরা জানান আজ ৪ দিন হল দাসপুরের ধর্মায় মেয়ের বাড়ির পাশাপাশি ঘাটালের মনসুকার ফতেপুরে মুকুন্দবাবুর বাড়িতে রান্না খাওয়া বন্ধ। বাবাকে ফিরে পেয়ে খুশির হাওয়া এখন উভয় পরিবারে। জানা যাচ্ছে ধর্মা গ্রামে বড়সড় বৈষ্ণবী কালীপুজো হয়। মেয়ের বাড়িতে সেই পুজো দেখতে এসেই নিখোঁজ হন বাবা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!