নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পাঁশকুড়া থেকে ঘাটাল রেল যোগাযোগ গড়ে তোলার দাবিতে কলকাতার গার্ডেনরিচে দক্ষিণ-পূর্ব রেলওয়ে দপ্তরে ও আরামবাগ থেকে ইরপালা এবং ইরপালা থেকে ঘাটাল রেল যোগাযোগ গড়ে তোলার দাবিতে কলকাতার ফেয়ারলি প্যালেসে পূর্ব রেলওয়ে দপ্তরে স্মারকলিপি দিল বিদ্যাসাগর রেলপথ মিশন। প্রতিনিধি [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]দলে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর রেলপথ মিশনের সভাপতি প্রসেনজিৎ কাপাস, দুই যুগ্ম সম্পাদক শুভঙ্কর মন্ডল ও ফাল্গুনী চক্রবর্তী, সহ-সভাপতি মন্ডলীর সদস্য অতনু পাঁজা, তারাপদ চক্রবর্তী ও কমিটির হিসাব রক্ষক সৌমিত্র সাঁতরা। একইসঙ্গে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিখ্যাত সাহিত্যিক সুনীল চক্রবর্তীও। কমিটির পক্ষ থেকে দক্ষিণ-পূর্ব রেলওয়ে দপ্তরের জেনারেল ম্যানেজারের সেক্রেটারি মণীশকুমার পাঠক ও পূর্ব রেলওয়ের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (কনস্ট্রাকশন) প্রমোদ কুমার শর্মার কাছে রেল প্রজেক্ট গলির বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয় ও যাতে প্রজেক্টগুলি হয় তার জন্য আবেদন করা হয়, পাশাপাশি ঘাটাল থেকে বীরসিংহ হয়ে চন্দ্রকোনা অব্দি যাতে রেলপথ বিস্তারিত হয় সেই বিষয়টিও তুলে ধরা হয়। কমিটির সভাপতি প্রসেনজিত কাপাস বলেন,
দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেলওয়ে দপ্তরের খবর অনুযায়ী পাঁশকুড়া থেকে ঘাটাল রেল প্রজেক্ট, আরামবাগ থেকে ইরপাল ও ইরপালা থেকে ঘাটাল প্রজেক্টগুলি ফ্রিজ অর্থাৎ প্রজেক্টগুলির কাজ থামিয়ে দেওয়া হয়েছে, তিনি আরও বলেন প্রজেক্টগুলি পুনরায় চালু করতে হলে এলাকার জনপ্রতিনিধি তথা বিধায়ককে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি করতে হবে বা সাংসদকে বিষয়টি লোকসভাতে উত্থাপন করতে হবে। তবেই আগামীদিনে এই প্রজেক্টগুলির কাজ পুনুরায় শুরু করতে পারবে রেল দপ্তর। তবে এই ক্ষেত্রে প্রয়োজন এলাকাবাসীর সহযোগিতা, বিশেষ করে জমি অধিগ্রহণের সময়। তাই ২০২৪ লোকসভা ভোটের প্রাক্কালে লোকসভা ভোটের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপর চাপ বাড়াতে কমিটির পক্ষ থেকে খুব শীঘ্রই স্মারক লিপি তুলে দেওয়া হবে।
Home এই মুহূর্তে ব্রেকিং ঘাটালে রেলপথের দাবিতে রেলওয়ে দপ্তরে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বললেন বিদ্যাসাগর রেলপথ...