এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নদীর মাঝে ৩০ ফুট নীচে পড়ে গুরুতর জখম হলেন এক মহিলা

Published on: January 28, 2024 । 6:00 PM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সাঁকো থেকে নদীবক্ষের শুকনো মাটিতে পড়ে গুরুতর জখম হলেন এক মহিলা(Woman)।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আজ বেলা ১২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মনশুকা(Manshuka) রানাঘাট এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে ঘাটালে শিশুমেলার(Ghatal  Shishu mela) ভাঙামেলায় চলছে কেনাকাটার ধুম। দুরদুরান্ত থেকে গ্রামের মানুষ কিনতে আসছেন এই দুপুরেই। মনশুকার রানাঘাটে হাইস্কুল লাগোয়া এই সাঁকোতে ঘাটাল আসার জন্য বহু মানুষ পারাপার হচ্ছিলেন। সেই সময় এক ইঞ্জিনচালিত ভ্যান(van) ওই সাঁকো দিয়ে পেরোচ্ছিল, সেই ভ্যানের হুকে লেগে যায় মহিলার পোশাক। তাতেই তিনি ৩০ ফুট নীচে ঝুমি নদীর মধ্যে পড়ে যান। নদীতে শীতকালে জল নেই। শুকনো মাটিতে পড়ে গিয়ে গুরুতর জখম(injured) হন তিনি। মহিলার নাম পূজা মণ্ডল বাড়ি মনশুকা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রসিকপুর গ্রামে। বয়স ৪০ এর আশেপাশে। এলাকার ভিলেজ পুলিশ(Village police) সহ স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে(Ghatal hospital) পাঠায়।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।