তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঠিক এক বছর আগে আজকের দিনে অর্থাৎ ২৫ ডিসেম্বর ক্ষীরপাইয়ের(Khirpai) এই পিকনিক স্পটে(Picnic spot) প্রচণ্ড গণ্ডগোল হয়। পিকনিক স্পটে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত সাত জন পুলিসকর্মী(Police) সহ মোট ১০ জন জখম হন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। জখম পুলিস কর্মীদের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে(Khirpai Hospital) ভর্তি করতে হয়। বছর গড়ালোও কাটেনি আতঙ্ক, অন্যান্য বছরের তুলনায় এ বছর অনেকটাই শুনশান পিকনিক স্পট। তার উপরে এবছর রয়েছে কড়া পুলিশে নজরদারি।
ক্ষীরপাই পৌরসভার(Khirpai municipality) বড়মা মন্দির সংলগ্ন কেঠিয়া নদীর তীরে পিকনিক স্পট গড়ে উঠেছিল। দূরদূরান্ত থেকে পর্যটকরা শীত পড়লেই পিকনিকের জন্য এই জায়গাটিকে বেছে নিতেন। জানা যাচ্ছে, গত বছর এই পিকনিক স্পটেই ২৫ ডিসেম্বর আজকের দিনে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল।
গতবছর পুলিশ প্রশাসনের সাথে সাধারণ মানুষের গণ্ডগোলের জেরে আজকের দিনে দেখা গেল পিকনিক স্পট শুনশান। ক্ষীরপাইবাসীর আক্ষেপ ক্ষীরপাই পৌরসভার একমাত্র পিকনিক স্পটটি নষ্ট হয়ে গেল। আজ পিকনিক স্পটে গিয়ে দেখা গেল পুলিশের সক্রিয়তা, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকে বিভিন্ন নিয়ামাবলী দিয়ে ঘোষণা করা হচ্ছে। যাতে এ বছর কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। পিকনিক স্পটে ঢোকার মুখে পুলিশের নাকা চেকিং চলছে। কোনরকম মাদকদ্রব্য নিয়ে পিকনিক স্পটে ঢোকা চলবে না।