এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে অবৈধভাবে রেলের টিকিট বিক্রি চক্রের পাণ্ডা ধৃত

Published on: October 26, 2023 । 8:07 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: রেল কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই অবৈধভাবে চড়া দামে রেলের টিকিট বিক্রির ব্যবসা ফেঁদেছিল এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে সেই যুবককে ঘাটাল থানার গোপমহল থেকে গ্রেপ্তার করল রেল পুলিশ। বৃহস্পতিবার বিজন পাঁজা নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বিজনের বাড়ি দাসপুর থানার কলাগেছিয়ায়। রেল পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে ২৫ হাজার টাকা মূল্যের ১৫টি রেল টিকিট, টিকিট বুকিং করার ২৫ টি ভুয়ো আইডি, দুটি মোবাইল, একটি ল্যাপটপ এবং নগদ ২৩ হাজার ১৪০টাকা আটক করা হয়েছে। বিজনকে বর্তমানে পাঁশকুড়া রেল পুলিশের অধীনে গ্রেপ্তার করে রাখা হয়েছে। রেল পুলিশ জানিয়েছে, শুধু গোপমহলেই নয়, এই ধরনের টিকিট বিক্রির কাজ অনেক জায়গাতেই হয় বলে তাদের কাছে খবর আছে। সেই সমস্ত কাউন্টারগুলিতেও রেলের পক্ষ থেকে হানা দেওয়া হবে।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad