অনামিকা বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আজ মাঝ রাত থেকে ঘাটাল-পাঁশকুড়া রাস্তার উপর দিয়ে লরি চলাচলের সংখ্যা কমতে পারে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ গভীর রাত থেকে মেদিনীপুর শহর লাগোয়া মোহনপুর ব্রিজের উপর দিয়ে ২৫টন পর্যন্ত মালবাহী লরি চলাচলের অনুমতি মিলবে।
এক বছরের বেশি সময় ধরে মোহনপুর ব্রিজ তথা দেশপ্রাণ বীরেন্দ্র সেতু সংস্কারের কাজ চলছিল। জুলাই মাসে সংস্কারের কাজ শেষ হয়। লোড টেস্টিং তথা ভার বহন ক্ষমতা পরীক্ষার জন্য ১৭ অগাস্ট রাত ১১টা থেকে ২১ অগাস্ট রাত ১১টা পর্যন্ত বন্ধ ছিল মেদিনীপুর-খড়গপুর শহর সংযোগকারী ওই সেতু। তারপর হাল্কা গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়। আজ রাত থেকে ২৫ টন পর্যন্ত গাড়ি চলাচলের অনুমতি মিলবে বলে জানা গিয়েছে।
ওই সেতুটির উপর দিয়ে এতো দিন ভারি গাড়ি চলাচলের অনুমতি না মেলায় ওই সমস্ত গাড়িগুলি ঘাটালের উপর দিয়ে যাতায়াত করছে। ফলে বিশেষ করে ঘাটাল-পাঁশকুড়া রাস্তার উপর লরির উপদ্রব বেড়ে গিয়েছিল। বাড়ছিল দুর্ঘটনা ও যানজট। যদি মোহনপুরের ওই ব্রিজ দিয়ে ২৫টন পর্যন্ত ওজনের গাড়ি চলাচলের অনুমতি মেলে তাহলে ঘাটাল-পাঁশকুড়া রাস্তার উপর দিয়ে গাড়ির চাপ অনেকটাই কমবে।